Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৪

সাফল্য প্রতিবেদন

নদী গবেষণা ইনস্টিটিউটের আধুনিকতার অগ্রযাত্রা

নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন কমিটির সাথে সামঞ্জস্য রেখে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নগইর সকল পরিদপ্তর সমূহে সম্প্রতি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অফিস উপস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। এ পদ্ধতির মাধ্যমে অফিসের সকল কর্মচারীর কার্যালয়ে উপস্থিতি ও ত্যাগের সময় ও তারিখ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেকর্ড করা হচ্ছে যা নগই মহাপরিচালকের কার্যালয় হতে পর্যবেক্ষণ করা সম্ভবপর হচ্ছে। এর ফলশ্রæতিতে কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত কার্যাবলী নিশ্চিত করণ সহ অদাপ্তরিক অনুপস্থিতি সনাক্তকরণ পূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে।

এই ব্যবস্থা প্রচলনের পূর্বে নগইতে অফিস উপস্থিতি পর্যবেক্ষণ পদ্ধতি ছিল পুরাতন ও গতানুগতিক। পুরাতন পদ্ধতির পরিবর্তে নতুন এ পদ্ধতি উল্লেখযোগ্য হারে উপস্থিতি সহ অফিসে উপস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে যা ডিজিটাল বাংলাদেশ গড়ার অবদান রাখছে।

নদী গবেষণা ইনস্টিটিউট এর  ৭(সাত) বৎসরের তথ্য 

    নদী গবেষণা ইনস্টিটিউট একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। সরাসরি উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা নেই। তবে নগই যে সকল গুরুত্বপূর্ণ কর্মকান্ড দ্বারা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা করেছে এবং নগই‘র যে সকল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তা নিম্নে বর্ননা করা হলো।

 বিবরণী

 

ক্রমিক নং 

কর্মকান্ডের বিবরণ 

১. 

পদ্মা নদীর উপর নির্মিতব্য পদ্মা ব্রীজ মডেল ষ্টাডির কাজ সম্পাদন। 

২. 

ড. ওয়াজেদ মিঞা রোডওয়ে ব্রীজ এলাকার গাণিতিক মডেল ষ্ট্যাডির কাজ সম্পাদন। 

৩. 

গঙ্গা নদীর উপর নির্মিতব্য গঙ্গা ব্যারেজ মডেল ষ্টাডির কাজ সম্পাদন।

৪.

বাংলাদেশের নদী ভাঙ্গন রক্ষার্থে জিওব্যাগের কার্যকারিতা নির্ণয়ে ভৌত মডেল স্ট্যাডি।

৫.

গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত  মরা মধুমতি খালের ভৌত মডেল ষ্ট্যাডি

৬.

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বানর নদীর উপর রোডওয়ে সেতুর গাণিতিক

মডেল ষ্ট্যাডি

৭.

হবিগঞ্জ জেলার কালনী নদীর উপর  রোডওয়ে সেতুর গাণিতিক মডেল ষ্ট্যাডি

৮.

‘‘Research on the Effect of Bandalling on River Flow & Morphology.’’ প্রকল্প সম্পাদন।

৯.

নদী গবেষণা ইনস্টিটিউটের Institutional Development and Capacity Building of RRI শীর্ষক প্রকল্পের আওতায় যন্ত্রপাতি, ল্যাবরেটরী ফার্ণিচার ও গবেষণা পুস্তক ক্রয়, ল্যাবরেটরী ভবন ও পুরাতন যন্ত্রপাতি মেরামত এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন।

১০.

নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক “নদী তীর রক্ষার্থে ব্যবহৃত স্ট্রাকচার সমূহ সাশ্রয়ী এবং টেকসই করার লক্ষ্যে লাঞ্চিং ম্যাটেরিয়াল এর কার্যকারিতা পরীক্ষা (Investigation on launching materials characteristics to find out the cost effective and sustainable solution of river bank protection)” শীর্ষক গবেষণা কার্যক্রমবর্তমানে চলমান আছে।

১১.

পটুয়াখালী সড়ক বিভাগাধীন লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া রোডের ১৪ কিঃমিঃ এ লোহালিয়া নদীর উপর বগা সেতু হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল মডেল স্ট্যাডির কাজ এবং সুনামগঞ্জ রোড বিভাগাধীন পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি রোডের হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল মডেল স্ট্যাডির কাজ সম্পাদন ।

১২.

মৌলভীবাজার সড়ক বিভাগের অধীন মনু নদীর উপর প্রস্তাবিত রাজাপুর ব্রীজ নির্মাণের হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল স্ট্যাডি সম্পাদনপূর্বক ক্লায়েন্ট বরাবর খসড়া ফাইনাল রিপোর্ট ডিসেম্বর,২০১৫ খ্রিঃ দাখিল করা হয়েছে।

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) কর্তৃকুনদী ও জীবনের সন্ধানেচ গবেষণায় সহযোগিতাসহ চাহিদামতে যৌথ গবেষণার জন্য নগই এর দুজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে উক্ত কাজে ন্যাস্ত করা হয়েছে। নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ‘‘HYDRO-MORPHOLOGICAL AND ENVIRONMENTAL STUDY OF THE KARNAPHULI RIVER’’ শীর্ষক গবেষণা কাজ চলমান রয়েছে।

 

 (খ) জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর

১) নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারী, বেসরকারী সংস্থার জাতীয় উন্নয়ন প্রকল্পের মৃত্তিকা, উপকরণ ও নির্মাণ সামগ্রী এবং পলল ও পানি ইত্যাদি নমুনা সমূহ পরীক্ষা, পরিকল্পনা, নকশা প্রনয়ণ ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজের জন্য নিম্নোক্ত নমুনা পরীক্ষা সম্পাদন করেছে।

অর্থ বছর/ সময়

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর

বাৎসরিক সর্বমোট পরীক্ষিত নমুনা

সর্বমোট বিল

(লক্ষ টাকা)

মৃত্তিকা বিভাগ

নির্মান সামগ্রী ও উপকরণ বিভাগ

পলল ও পানি বিভাগ

জানু’০৯- জুন’০৯

২৬২৬

৩৪৫

১০১

৩০৭২

৩১.৪২

২০০৯-১০

৫৪৪৫

১৩০২

২৫০৫

৯২৫২

৬১.৭০

২০১০-১১

৫১৬১

৯৮০

৫১৫

৬৬৫৬

৬৮.২০

২০১১-১২

৩৬৩৫

৭৭৪

৪৭৯

৪৮৮৮

৪৮.১৫

২০১২-১৩

৭১০৩

২৮৪

৬১৩

৮০০০

৬০.৮৪

২০১৩-১৪

৪৩২৫

২৭৮

৪৭৬

৫০৭৯

২৮.৬২

২০১৪-১৫

১৭৩৫

১৬৩

৫৭৪

২৪৭২

৪০.০৫

২০১৫-১৬( ফ্রেবুয়ারী-১৬)

২৩৮২

০০

১৪৮

২৫৩০

৩২.১০

সর্বমোট

৩২,৪১২

৪,১২৬

৫,৪১১

৪১,৯৪৯

৩৭১.০৮

 

২। নগই কর্তৃক নদীর পানি দূষণ ও প্রতিকার সংক্রান্ত ‘‘ঢাকা ও এর পার্শ্ববর্তী নদী সমূহের দূষনের মাত্রা ও দূষন হ্রাসকরণের উপয় নিরূপন’’ (‘‘Assessment of River pollution around Dhaka and find out ways to Alleviate pollution’’) শীর্ষক গবেষণা কাজ পরিচালিত হচ্ছে।