Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৪

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর

 

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর নিম্ন বর্ণিত বিভাগসমূহ নিয়ে গঠিতঃ

  • মৃত্তিকা বলবিদ্যা ও ভূ-গর্ভস্থ পানি বিভাগ
  • উপকরণ পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ বিভাগ
  • পলল রসায়ন ও পানি দূষন বিভাগ

 

মৃত্তিকা বলবিদ্যা ও ভূ-গর্ভস্থ পানি বিভাগ

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের মৃত্তিকা বলবিদ্যা ও ভূ-গর্ভস্থ পানি বিভাগ বন্যা নিয়ন্ত্রণ, সেচ, পানি নিষ্কাসন, পানি উন্নয়ন ও অন্যান্য পানি উন্নয়ন সম্পর্কিত প্রকল্পের পরিকাঠামোর পরিকল্পনা ও নকশার জন্য প্রয়োজনীয় মাটির বিভিন্ন ধরণের ভৌত গুণাবলির পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করে থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূ-গর্ভস্থ পানি সার্কেল এবং অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের কাঠামো নির্মাণ যথা সেতু, বাঁধ, ব্যারেজ, রেগুলেটর, নদীবক্ষস্থ বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ, নদী শাসন ও অন্যান্য প্রাসঙ্গিক কাজের প্রকল্প সংশ্লিষ্ট এলাকা থেকে মাটির নমুনা সংগ্রহ করে। নগই উক্ত মাটির নমুনার পরীক্ষা-নিরীক্ষার জন্য যথাযথ পরীক্ষাগার সুবিধা প্রস্তুত করেছে। পরীক্ষিত মৃত্তিকা নমুনার প্রতিবেদন স্থানীয় অনুসন্ধান ও পরীক্ষাগারের প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে তৈরী করা হয়। পরবর্তীতে উক্ত প্রতিবেদন সংশ্লিষ্ট গ্রাহকের কাছে প্রেরণ করা হয়।

 

মৃত্তিকা নমুনা পরীক্ষণ

মৃত্তিকা নমুনাসমূহ পরীক্ষাগারে দৃশ্যত পরিদর্শন করা হয় এবং পরবর্তী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিনিধিত্বকারী নমুনা নির্বাচন করা হয়। সাধারণত মৃত্তিকা নমুনার ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন, আটারবার্গ লিমিট, ডেনসিটি, ভয়েড রেশিও, কম্প্রেশন ইনডেক্স, আনকনফাইন্ড কমপ্রেশিভ স্ট্রেন্থ, শিয়ার স্ট্রেন্থ, ডিরেক্ট শিয়ার, পোর প্রেশার সহ ও ছাড়া ট্রাই-এক্সিয়াল শিয়ার টেস্ট, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, পারমিয়াবিলিটি প্রভৃতি গুণাবলী নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সংক্ষিপ্ততম সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা ও প্রতিবেদন প্রেরণের উদ্দেশ্যে পরিকল্পিত সময়সূচী অনুযায়ী যুগপৎভাবে বিভিন্ন পরীক্ষণ সম্পন্ন করা হয়।

 

উপকরণ পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের উপকরণ পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ বিভাগ বিভিন্ন ধরণের নদী শাসন কাজ, হাইড্রলিক কাঠামো এবং অন্যান্য পরিকাঠামোতে ব্যবহৃত কংক্রিট ও কংক্রিট উপকরণের ভৌত ও প্রকৌশলগত গুণাবলী নির্ণয় করে থাকে। ল্যাবরেটরী ডিজাইন মিক্স এবং কম্পিউটেশন অফ কংক্রিট মিক্স ডিজাইন এর মাধ্যমে নির্মাণ কাজের উপকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট ডিজাইন স্ট্রেন্থ নির্ণয়ের কাজও এই বিভাগ করে থাকে। বর্তমানে এই বিভাগ দুই ধরণের কাজ করে থাকে, যথাঃ (ক) পরীক্ষাগার ভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা সুবিধাদি ও (খ) চলমান প্রকল্পসমূহের কংক্রিট উপকরণের স্থানীয়ভাবে পরীক্ষা এবং তদারকের মাধ্যমে নির্মাণ কাজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন।  

 

পরীক্ষাগার কার্যক্রমসমূহ (মূল পরীক্ষাগার এবং বগুড়া ও বরিশালে অবস্থিত স্থানীয় পরীক্ষাগার)

পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন বিভাগসমূহ এবং অন্যান্য সরকারী ও বেসরকারি সংস্থাসমূহে চলমান বিভিন্ন প্রকল্প সমূহে ব্যবহৃত সিমেন্ট, বালু, শিংলেস/স্টোন চিপস, ইট, কংক্রিট সিলিন্ডার, কংক্রিট কিউবস ও এমএস রড এর নমুনাসমূহ গ্রাহকের চাহিদা মোতাবেক পরীক্ষা ও বিশ্লেষণ করার জন্য গ্রহণ করা হয়। এএসটিএম স্পেসিফিকেশন অনুযায়ী পরীক্ষাগারে উক্ত নমূনা সমূহের নিম্নবর্ণিত পরীক্ষাবলী সম্পাদন করা হয়।

 

 

  • সিমেন্ট টেস্ট
    • নরমাল কনসিস্টেন্সি
    • সেটিং টাইম
    • কম্প্রেসিভ স্ট্রেন্থ
  • বালু টেস্ট
    • ফাইননেস মডুলাস টেস্ট
    • স্যালাইনিটি টেস্ট
    • সাউন্ডনেস টেস্ট
    • এবসরপশন (এসএসডি ব্যাসিস) টেস্ট
    • ইউনিট ওয়েট
    • স্পেসিফিক গ্র্যাভিটি
    • অরগানিক ইমপিউরিটি টেস্ট
  • কোয়ার্স এগ্রিগেট টেস্ট
    • মেকানিক্যাল এনালাইসিস
    • সাউন্ডনেস (কেমিক্যাল) টেস্ট
    • লস এঞ্জেলেস এবর‍্যাশন টেস্ট
    • এবসরপশন (এসএসডি ব্যাসিস) টেস্ট
    • ইউনিট ওয়েট
    • স্পেসিফিক গ্র্যাভিটি
    • অরগানিক ইমপিউরিটি টেস্ট
  • কংক্রিট টেস্ট
    • কম্প্রেসিভ স্ট্রেন্থ অব কংক্রিট সিলিন্ডার (৬*১২)
    • কম্প্রেসিভ স্ট্রেন্থ অব কংক্রিট কিউব (৬*৬)
    • ডিজাইন এবং কম্পিউটেশন অব কংক্রিট ট্রায়াল মিক্স
    • ডিটারমিনেশন অব ডিজায়ারড স্ট্রেন্থ অব কংক্রিট বাই ল্যাবরেটরি ট্রায়াল মিক্স
  • ইট টেস্ট
    • এবসরপশন (এসএসডি ব্যাসিস) টেস্ট
    • ইউনিট ওয়েট
    • স্পেসিফিক গ্র্যাভিটি
    • ময়েশ্চার কন্টেন্ট
    • কম্প্রেসিভ স্ট্রেন্থ
    • সাউন্ডনেস
  • স্টিল টেস্ট
    • টেনশন টেস্ট (প্লেইন ও ডিফর্মড বার)
    • বেন্ড টেস্ট
    • স্ট্রেস-স্ট্রেইন কার্ভ (মডুলাস অব ইলাস্টিসিটি)

 

পলল, রসায়ন ও পানি দূষন বিভাগ

নদী গবেষণা ইনস্টিটিউট এর জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর এর পলল, রসায়ন ও পানি দূষন বিভাগ পলল এর বৈশিষ্ট্য ও জলের গুণগত মান নিয়ে কার্যক্রম পরিচালনা করা থাকে। এই বিভাগের আওতায় দুইটি শাখা বিদ্যমান, (ক) পলল প্রযুক্তি পরীক্ষাগার এবং (খ) রাসায়নিক ও পানি দূষণ পরীক্ষাগার। পলল প্রযুক্তি পরীক্ষাগারে গ্রাহকের চাহিদা অনুসারে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর বিভিন্ন ধরণের পলল নমূনাসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। উক্ত পরীক্ষাসমূহের ফলাফল ব্যারেজ, নিষ্কাসন খাল, সেচ খাল, ফ্ল্যাশিং স্লুইচ ক্লোসার প্রভৃতি হাইড্রলিক স্থাপনার পরিকল্পনা ও নকশার কাজে ব্যবহৃত হয়। পলল পরীক্ষণ সম্পর্কিত ফলাফল বিভিন্ন ধরণের ভৌত ও গানিতিক মডেল স্ট্যাডিতেও ব্যবহৃত হয়। রাসায়নিক ও পানি দূষণ শাখায় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ জলের পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। এছাড়াও নদীর পলল, মাটি, মাছ ও নদীর জলে সেচ দেয়া ফসলে অবস্থিত ভারী ধাতুর পরিমাণ নির্ণয় ও বিশ্লেষণ করা হয়। 

 

পলল প্রযুক্তি পরীক্ষাগার

পলল প্রযুক্তি পরীক্ষাগারের সুবিধাসমূহ নিম্নরূপঃ

  • ডিটারমিনেশন অব সেডিমেন্ট কনসেন্ট্রেশন বাই ইভাপোরেশন এন্ড ফিল্ট্রেশন মেথড
  • ডিটারমিনেশন অব সেডিমেন্ট কনসেন্ট্রেশন উইদ সলিউবল সল্ট কারেকশন
  • ডিটারমিনেশন অব স্পেসিফিক গ্র্যাভিটি
  • গ্রেইন সাইজ এনালাইসিস বাই
    • ওয়েট এন্ড ড্রাই সিভিং মেথড
    • হাইড্রোমিটার মেথড
    • পিপেট মেথড
    • সিভ এন্ড পিপেট কম্বাইন্ড মেথড
    • সিভ এন্ড হাইড্রোমিটার কম্বাইন্ড মেথড
    • ডিটারমিনেশন অব ভিস্কোসিটি

 

রাসায়নিক ও পানি দূষণ পরীক্ষাগার

রাসায়নিক ও পানি দূষণ পরীক্ষাগারের সুবিধাসমূহ নিম্নরূপঃ

  • স্পর্শকাতর যন্ত্রপাতি (এএএস ও জিসি-এমএস) এর দ্বারা পানি, পলল, মাটি, মাছ ও ফসলে অবস্থিত বিভিন্ন ধরণের ধাতু যথা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, নিকেল, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, সিলিকন, ব্যারিয়াম, আয়রন, জিঙ্ক, কোবাল্ট, বিসমাথ, ক্যাডমিয়াম, লেড, আর্সেনিক, প্লাটিনাম, সিলভার, এলুমিনিয়াম, ০০, সেলেনিয়াম, মারকারি, বোরন, টিন, বেলে.., প্রভৃতি এবং উদ্বায়ী জৈব যৌগ, কীটনাশক প্রভৃতির পরিমাণ নির্ণয়।
  • পিএইচ, ইসি-ভ্যালু, ফ্রি কার্বন-ডাই-অক্সাইড, বাই-কার্বোনেট, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, টোটাল সলিড কনটেন্ট, হার্ডনেস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, সিলিকা, আর্সেনিক, এলকালি মেটাল এস সোডিয়াম, টোটাল ডিপানিভ্‌ড সলিড, ডিপানিভ্‌ড অক্সিজেন প্রভৃতি নির্ণয়।
  • স্যালাইনিটি নির্ণয়।

 

ফিল্ড সার্ভিসেস

মূলত পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য বিভিন্ন সরকারী সংস্থার বিভিন্ন মাটি ও কংক্রিট সংশ্লিষ্ট প্রকল্পের মান নিয়ন্ত্রণে সহায়তার জন্য উক্ত প্রকল্পের কর্তৃপক্ষের অনুরোধক্রমে নদী গবেষণা ইনস্টিটিউট প্রেষণের মাধ্যমে ফিল্ডে টেকনিশিয়ান প্রেরণ করে থাকে। প্রেষণে থাকাকালীন সময়ে টেকনিশিয়ানরা উক্ত প্রকল্পসমূহে ব্যবহৃত বিভিন্ন ধরণের নমুনার ইন-সিটু পরীক্ষণ সম্পন্ন করে থাকে।