প্রশাসন ও অর্থ পরিদপ্তর
এই পরিদপ্তর পাঁচটি বিভাগ নিয়ে গঠিত। বিভাগগুলি হলোঃ (ক) সংস্থাপন, (খ) হিসাব ও নিরীক্ষা, (গ) লাইব্রেরী, জনসংযোগ ও আলোকচিত্র, (ঘ) স্থাবর ও অস্থাবর সম্পত্তি, এবং (ঙ) ভৌত কাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
প্রশাসন ও অর্থ পরিদপতরের কার্যাবলী
প্রশাসন ও অর্থ পরিদপ্তরের কার্যাবলীর মধ্যে রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট এর সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা, সংস্থাপন, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, চিত্রগ্রহণ, জনসংযোগ, আভ্যন্তরীন নিরাপত্তা ও ভান্ডার রক্ষণাবেক্ষণ, সার্বিক বৃক্ষ রোপন, বিভিন্ন ধরণের প্রশিক্ষণ আয়োজন, বার্ষিক প্রতিবেদন, জার্নাল, নিউজ লেটার, প্রভৃতি প্রকাশ। এই পরিদপ্তর প্রতিবছর লাইব্রেরীর জন্য দেশি-বিদেশি বিভিন্ন জায়গা থেকে বই, জার্নাল, নিউজ লেটার ও হরেক রকমের প্রকাশনা সংগ্রহ করে থাকে। এই পরিদপ্তর অন্যান্য পরিদপ্তরকে বিভিন্ন কারিগরি সহায়তাও প্রদান করে থাকে। পরিদপ্তরটি ইলেক্ট্রিক ও মেকানিক্যাল কাজের ভৌত সুবিধাদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণও করে থাকে।